চাঁদপুর জেলা সমিতি AGM24

আগামী ২৯শে জুন ২০২৪, ঢাকার মালিবাগে অবস্থিত, চাঁদপুর জেলার ৭টি থানার সুখ-দু:খের সাথী, রাজধানীতে চাঁদপুর বাসীর গৌরব, চাঁদপুর জেলা সমিতির AGM24 হওয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পর্ন হইয়াছে। নতুন কমিটির অন্যতম লক্ষ হবে – (১)নতুন আজীবন সদস্য হওয়ার শর্তগুলি শিতিল করা, (২)সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের যে কোন জায়গায়, চাঁদপুরে জন্ম যে কোন সন্তান, সমাজের জন্য, মানবতার জন্য, দেশের জন্য ভাল কাজ কারীকে বিশেষ পদকে সম্মানিত করা, (৩) চঁাদপুরের যুবশক্তিকে কর্মমুখী করার জন্য প্রশিক্ষনের ব্যাবস্থা করা। AB Report.

About Mohammad Sultan Ahmed

আমি নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সমাজকর্মী। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে জায়গীর থেকে লেখাপড়া ও সামাজিক জীবন শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক্তোর পড়েছি। MBA from JNU, চলারপথে মধ্যবিত্ত ও তথাকথিত উচ্চবিত্তদের নিন্দিত সভ্যতা দেখেছি! 51-এ পড়েছি। প্রতিবাদের ক্ষমতা হারানো মৃত আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *