সোনার ছেলে আবুল কাসেমের প্রতি একটু সম্মাননা

সর্বসংজন শ্রদ্ধেয় জনাব আবুল কাসেম, সংযুক্ত আরব আমিরাতের মদিনাত যায়েদ(বেদা যায়েদ) শহরে দীর্ঘ ৩৩ বছর চাকুরী করে, মালিক পক্ষের প্রতারনার ফাঁন্দে পড়ে, প্রায় নি:স্ব হয়ে স্বদেশে ফিরেছেন আমাদের প্রিয় কাসেম ভাই।২০১০ সাল থেকে, আবুধাবী শহর হতে ১৮০ কি:মি: পশ্চিমে মরুর শহর মদিনাত যায়েদ(বেদা যায়েদ)-এ বাংলাদেশ দুতাবাস, আবুধাবী কতৃক আয়োজিত, কন্সুলার সেবা ক্যাম্পে, নি:স্বার্থ ভাবে সেবা দিয়াছেন। কখনো কখনো জনাব মো: সালেহ, জনাব সুলতান আহমেদ সোহাগ(আওয়ামী বার্তা সম্পাদক), জনাব ইন্জি: খায়রুল আমিন খোকন ও জনাব মিজানুর রহমানের সাথে দুতাবাসের মেহমানদের আপ্যায়নের খরচ শেয়ার করেছেন। কখনো পাওযার জন্য অনুযোগ করেননি। বাংলাদেশ দুতাবাস আবুধাবী কতৃক তাঁর অবদানের স্বীকৃতিও দিয়াছেন। আওয়ামী

দুতাবাস সনদ
দুতাবাস সনদ

IMG_0043বার্তা পরিবার তাঁর স্বদেশ প্রত্যাবর্তন সুখের হোক এ প্রত্যাশা করে।

About Mohammad Sultan Ahmed

আমি নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সমাজকর্মী। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে জায়গীর থেকে লেখাপড়া ও সামাজিক জীবন শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক্তোর পড়েছি। MBA from JNU, চলারপথে মধ্যবিত্ত ও তথাকথিত উচ্চবিত্তদের নিন্দিত সভ্যতা দেখেছি! 51-এ পড়েছি। প্রতিবাদের ক্ষমতা হারানো মৃত আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *