10 বছর মেয়াদী পাসর্পোট চাই

আমরা প্রবাসীরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করছি, পাসর্পোটের মেয়াদ 10 বছর করা হোক। তাতে অন্তত দুই

০৮/০৯/২০১৫ দুবাই কনসুলেট অঠিস
০৮/০৯/২০১৫ দুবাই কনসুলেট অঠিস

বা ততোধিক ভিসা লাগানো যাবে, সময় সাশ্রয় হবে, ভোগান্তি কমবে, মধ্যপ্রাচ্য সফরকারী প্রতিনিধি দলকে অনুরোধ করেছিলাম, আশ্বাস পেয়েছিলাম কিন্তু তথাকথিত রাজনীতি হয়ে গেল! কেউ কথা রাখে না!

About Mohammad Sultan Ahmed

আমি নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সমাজকর্মী। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে জায়গীর থেকে লেখাপড়া ও সামাজিক জীবন শুরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক্তোর পড়েছি। MBA from JNU, চলারপথে মধ্যবিত্ত ও তথাকথিত উচ্চবিত্তদের নিন্দিত সভ্যতা দেখেছি! 51-এ পড়েছি। প্রতিবাদের ক্ষমতা হারানো মৃত আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *