প্রবাসী বাঙ্গালীদের প্রিয় পত্রিকা আওয়ামী বার্তা সম্প্রতি বাংলাদেশ সরকারের বৈধ অনুমোদন প্রাপ্ত হয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে গত প্রায় আট বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে আওয়ামী সমর্থকসহ প্রবাসীদের সুখ দুখ নিয়ে আওয়ামী বার্তা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার সহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে আওয়ামী বার্তায় বানী দিয়ে এর প্রচার এবং প্রকাশে আমাদের উজ্জীবিত করেছেন। সম্প্রতি আওয়ামী বার্তা ‘এবি বার্তা’ নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে ‘আওয়ামী’ শব্দটি প্রাতিষ্ঠানিকভাবে জাতির জনকের পরিবারের বাইরে কেউ ব্যবহার করতে পারবেনা বিধায় পত্রিকার লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ‘এবি বার্তা’ নামকরণ করা হয়েছে। আওয়ামী বার্তা প্রকাশনায় ষান্মাসিক ‘এবি বার্তা’র স্বাধীনতা ও জাতীয় দিবস সংখ্যা 2019 এর কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী 20 মার্চ 2019 তারিখে ‘এবি বার্তা’ পত্রিকার কপি পাঠকদের হাতে পৌঁছাবে বলে আশা রাখছি। আওয়ামী বার্তা পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতাসহ সবার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতের মতো ভবিষ্যতেও সবার সহযোগিতা পাবো বলে আশা রাখছি।
Check Also
প্রবাসী সোলায়মান Finlay Properties এর প্রতারনার শিকার
পাঁচলাইশ থানার বাসিন্দা, ৪০ বছর যাবত আমিরাত প্রবাসী, জনাব সোলায়মান, বাংলাদেশ দুতাবাস, আবুদাবী 1/২০২৪-০৩৪ স্মারক ...