সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার সকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে রেলযোগাযোগ ও ট্রানজিট প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বিরোধীরা অপপ্রচার করছে ।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশ বিক্রির কথা শুনি। কিন্তু বিক্রি করতে হলে তো ওজন করতে হয়। দেশের ওজনটা কীভাবে করে, প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যারা আজ দেশ বিক্রির কথা বলে, একাত্তর সালে তারাই পাকিস্তানের দালালি করেছে। প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তা প্রকল্পে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। নরেন্দ্র মোদি জানিয়েছেন, একটি টেকনিক্যাল এক্সপার্ট কমিটি বিষয়টি নিয়ে কাজ করবে। তিস্তা নিয়ে ভারত ও চীনের প্রস্তাব পরীক্ষা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। AB Report.