গত ৩০.০৪.২০১৮, আল ডাফরা(মদিনাত যায়েদ) হসপিটালে ইমারজেন্সীতে, ক্বপ, কাশী ও জ্বর নিয়ে গেলাম। হসপিটাল কতৃপক্ষ আমাকে প্রাথমিক পর্যবেক্ষন করেই ভর্তি করে নিল। জানলাম আমার নিমোনিয়া, বুকের বামপাসের ফুসফুসে ইনফেকশন, প্রচুর ক্বপ জমা আছে। দীর্ঘ চিকিৎসা নিতে হবে।
আমার দীর্ঘ দিনের তিন সাথী, মুজিব আদর্শে নিবেদিত প্রাণ, কমিনিউটি সেবায় সর্বদা প্রস্তুত, জনাব মিজানুর রহমান, জনাব আবু তৈয়ব ও জনাব মনির মজুমদার, প্রতিটিদিন আমাকে স্যার্নিধ্য দিয়ে, ফোন করে প্রবাসে একাকিত্বের যন্ত্রনা অনুভব করতে দেননি। বন্ধুত্বের উজ্জ্বল উদাহরন হয়ে থাকবেন আপনারা আমার হৃদয়ে। ৪৩০ কি:মি: দুর থেকে শারজাহ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবিৃন্দু, আসা-যাওয়ার ক্লান্তিকে ভুলে, সাংগঠনিক ভালবাসায়, আমাকে দেখতে এসেছেন!! আমার মত নিবেদিত কর্মিদের জন্য এটি একটি অনুপ্রেরনা হয়ে থাকবে। এছাড়া আমার মদিনাত যায়েদ সিটি, মারফা সিটি, লিউয়া সিটি, মুসাফ্ফা সিটি, আবুধাবী সিটি ও দুবাই থেকে যাঁরা নিয়মিত ফোনে অথবা সরাসরি এসে আমার শারিরিক অবস্থার খোঁজ নিয়েছেন, রোগমুক্তির জন্য দোয়া করেছেন,
আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।